Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

আগামী বছর ফের পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ !

ক্রীড়া প্রতিবেদক

চলতি বছর তিন ধাপে বাংলাদেশের পাকিস্তান সফর করার কথা ছিল। তবে শেষ বার পাকিস্তান সফরে যাওয়ার আগে করোনাভাইরাসের প্রকোপে স্থগিত হয়ে যায় সিরিজটি। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের এপ্রিল কিংবা অক্টোবরে আবারো সিরিজ খেলতে সেখানে যাবে টাইগাররা। পাকিস্তানের প্রথম সারির এক সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্র। সেখানে বলা হয়েছে, এরই মধ্যে সফরের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে পিসিবির কথা হয়েছে।

তৃতীয় ধাপের সফরে পাকিস্তানের বিপক্ষে একটি করে ওয়ানডে ও টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। স্থগিত থাকা এই ম্যাচ দুটিই পুনরায় অনুষ্ঠিতব্য সফরে খেলা হবে। পিসিবি জানিয়েছে, দুই বোর্ডের সমঝোতাতেই এই সিরিজ অনুষ্ঠিত হবে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামী আসরের পরেই সিরিজ খেলতে পাকিস্তানে যেতে পারে টাইগাররা।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের বিপক্ষে বাকি সিরিজ আয়োজনের জন্য দুটি সম্ভাব্য সময় রয়েছে। আগামী বছর পিএসএলের ষষ্ঠ আসর শেষে এপ্রিলে অথবা অক্টোবরের দিকে টেস্ট এবং ওয়ানডে দল পাঠাতে চেয়েছে বিসিবি। তবে সফরের ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন