Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুবি শিক্ষকের পিতার মৃত্যুতে উপ-উপাচার্যের শোক

খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রধান এবং পরিবহন পুলের পরিচালক প্রফেসর ড. শেখ জুলফিকার হোসেনের পিতা হামিদ শেখ আজ সকাল ৬ টায় চিকিৎসাধীন অবস্থায় শহিদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)।

তিনি কিছুদিন যাবত মস্তিস্কে রক্তক্ষরণজনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৭ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার জুম্মা নামাজ বাদ নামাজে জানাজা শেষে রূপসার ঘাটভোগ গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. শেখ জুলফিকার হোসেনের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস, সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক,কর্মকতা, কর্মচারিরা অনুরূপ শোক প্রকাশ করেছেন। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. তানজিল সওগাত অনুরূপ শোক প্রকাশ করেছেন।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন