বুধবার । ২৮শে জানুয়ারি, ২০২৬ । ১৪ই মাঘ, ১৪৩২

খুবির দুই শিক্ষার্থীর শাস্তি মওকুফ

খুবি প্রতিনিধি

শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর উপর আরোপিত শাস্তি মওকুফ করা হয়েছে। গত ২৭ জানুয়ারি বুধবার অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ বৃহস্পতিবার এ ব্যাপারে পত্র দেওয়া হয়।

শাস্তি মওকুফ হওয়া শিক্ষার্থীরা হলেন- বাংলা ডিসিপ্লিনের শিক্ষার্থী মোবারক হোসেন নোমান (রোল নং ১৮১৯৫৭) ও ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের শিক্ষার্থী ইমামুল ইসলাম (রোল নং ১৭২৭০৭)।

গত ২৬ জানুয়ারি ওই শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩১ ডিসেম্বরে শৃঙ্খলা বোর্ড প্রদত্ত তাদের উপর আরোপিত শাস্তি মওকুফ করা হয়েছে। শৃঙ্খলা বোর্ডের চিঠিতে বলা হয়, বোর্ড মনে করে শিক্ষার্থীরা শিক্ষকদের সাথে আচরণের ব্যাপারে শ্রদ্ধাশীল হবেন এবং প্রাতিষ্ঠানিক বিধি-বিধান মেনে চলবেন। সূত্রঃ প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন