Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

নড়াইল প্রতিনিধি

নড়াইলে জেলা পর্যায়ের জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৬ জানুয়ারী) দুপুরে নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নে বীরশ্রেষ্ঠ শহীদ শেখ নুর মোহাম্মদ কওমি মাদ্রাসা ও এতিমখানায় এই প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

প্রতিযোগিতায় জেলার বিভিন্ন মাদ্রাসার ৫০ জন প্রতিযোগি অংশগ্রহন করেন। মোট ৩ টি বিভাগ ৩০ পারা ১০ পারা ও ৫ পারা বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৩০ পারা বিভাগে ডোয়াতলা হাফিজিয়া মাদ্রাসার শহিদুল হক ১ম স্থান, খাদিজা বিবি হাফিজিয়া মাদ্রাসার মোঃ সাকিবুল ইসলাম ২য় ও নড়াইল আশরাফুল উলুম মাদ্রাসার তানভির আহম্মেদ ৩য় স্থান অধিকার করে। অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এসময় মাদ্রাসা কমিটির সভাপতি মোঃ মতিয়ার শেখ, সেরা হাফেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ এলাহী, চন্ডিবরপুর ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান ভুইয়া, নড়াইলের বিশিষ্ট সমাজ সেবক গিয়াস উদ্দিন খান ডালু, মাদ্রাসার কোষাধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন