বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

সাবেক হুইপ সুজার স্মরণে ডুমুরিয়ায় সভা ও দোয়া

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সূজার দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে ডুমুরিয়ায় কোরআন খানি, দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) ডুমুরিয়া উপজেলা আ’লীগের উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

বিকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্বরণ সভায় মোস্তফা কামাল খোকনের সভাপতিত্বে ও শাহনেওয়াজ হোসেন জোয়ার্দারেের পরিচালনায় বক্তৃতা করেন এ বি এম শফিকুল ইসলাম, সরদার আবু সাঈদ, শেখ নাজিবুর রহমান নাজু, আলহাজ্ব শেখ হেফজুর রহমান, শোভা রাণী হালদার, প্রভাষক জি এম ফারুক হোসেন, গোপাল চন্দ্র দে, গাজী তৌহিদ, মোল্লা সোহেল রানা, আছফার হোসেন জোয়ার্দার, জাহাঙ্গীর আলম, হাসনা হেনা, মাসুদ রানা নান্টু, প্রভাষক গোবিন্দ ঘোষ, শেখ ইকবাল হোসেন, মেহেদী হাসান রাজা, খান আবুল বাসার, শেখ মাসুদ রানা প্রমুখ। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি।

 

খুলনা গেজেট / এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন