সুপার সাইক্লোন আম্পানের ক্ষত এখনো দগদগে। বৈশ্বিক মহামারি করোনায় থাবা হিমশিম খাচ্ছে মানুষ। ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ এখনো সংস্কারের অপেক্ষায়। দুর্গত এলাকার মানুষ এখনো গোনে গোনে আতঙ্কে রাত কাটায়। এমনই দুঃসহ সময়ে উপকূলীয় এলাকায় শুরু হয়েছে রাতের আঁধারে বেড়িবাঁধ কেটে পাইপ বসানোর কাজ। উপজেলা প্রশাসনকে ভুল তথ্য দিয়ে ৫নং কৈখালী ইউনিয়নের পূর্বকৈখালী কালিন্দী নদীর ভাঙ্গন কবলিত বেড়িবাঁধে বসানো হচ্ছে ওই পাইপ।
খোঁজ নিয়ে জানা যায়, এলাকার কিছু অসাধু ব্যক্তি চিংড়ি চাষের জন্য ঘেরে পানি উঠাতে উপজেলা প্রশাসনকে ভুল তথ্য দিয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কালিন্দী নদীর বেড়িবাঁধ সংস্কারের কাজ সমাপ্ত হওয়ার আগেই বাঁধ চিদ্র করে পাইপ বসানোর কাজ করছে। শ্যামনগর উপজেলার ৫নং কৈখালী ইউনিয়নের পূর্বকৈখালী কালিন্দী নদীর ভাঙ্গন কবলিত বেড়িবাঁধে এসব পাইপ বসানো হচ্ছে। পাউবো কর্তৃপক্ষের পূর্বানুমতি অনুমতি ছাড়াই বেড়িবাঁধ ছিদ্র করে এই পাইপ বসানো হয়েছে। পূর্ব কৈখালী গ্রামের কিছু অসাধু ব্যক্তি রাতের আঁধারে নতুন ভাবে সংষ্কার করা পাউবো’র বেড়িবাঁধ ছিদ্র করে পাইপ বসিয়েছে। গত ২০ মে আম্ফানের আঘাতে এই বাধ ভেঙ্গে এলাকা প্লাবিত হয়ে পড়ে।
এ ঘটনায় এলাকাবাসী ভাঙ্গন কবলিত এলাকার বেড়িবাঁধ ছিদ্র করে পাইপ বসাতে বাধা দেওয়ায় আব্দুল মান্নান, আরমান আলী, আব্দুল আজিজ ও শহিদুল ইসলামের নামে থানায় মামলা দেওয়ার ভয় দেখিয়ে মারপিট করার হুমকি দেয়া হয়।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের শ্যামনগর উপজেলা এসও (সেকশান অফিসার) মাসুদ রানা বলেন, বেড়িবাঁধে কোন প্রকারে পাইপ বসানো যাবে না, যদি পাইপগুলো সন্ধ্যার মধ্যে তুলে না নেওয়া হয় তবে আমি মামলা দিতে বাধ্য হবো।
খুলনা গেজেট /এমএম