প্রেসিডেন্ট হিসেবে বাইডেন প্রথম টুইট বার্তায় যা লিখলেন

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন নবনির্বাচিত জো বাইডেন। স্থানীয় সময় বুধবার (২০ জানুয়ারি) দুপুরে ওয়াশিংটনের মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল বিল্ডিংয়ের ওয়েস্ট ফ্রন্টে তিনি এ শপথ নেন।

দেশটির সংবিধানের রীতি অনুযায়ী নবনির্বাচিত প্রেসিডেন্টকে শপথ বাক্য পাঠ করান দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচরপতি জন রবার্টসন।

শপথ নেওয়ার পর পরই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তা দেন তিনি। সেখানে লিখেন, ‘চলমান সংকট মোকাবিলায় আমাদের নষ্ট করার মতো সময় নেই। সে কারণেই আজ আমি ওভাল অফিসে যাচ্ছি, আমেরিকার পরিবারগুলোকে তাৎক্ষণিক স্বস্তি ও পরিত্রাণ দিতে নিরলসভাবে কাজ করবো এবং যথাযথ পদক্ষেপ নিবো।’

তার এই বার্তায় ৩ লাখ ৭১ হাজার লাভ রিঅ্যাক্ট পড়ে। আর ৭৬ হাজার ৩০০ জন রিটুইট করে।

খুলনা গেজেট/কেএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন