খুলনাসহ সারাদেশে করোনা বাণিজ্যের সাথে জড়িতদের আইনের আওতায় আনা ও খুলনায় করোনা ডেভিকেন্টড হাসপাতাল ও শয্যা সংখ্যা বৃদ্ধির দাবিতে বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা জেলার উদ্যোগে আজ সোমবার নগরীর পিকচার প্যালেস মোড়ে প্রতিবাদী মানববন্ধন স্বাস্থ্যবিধিসম্মতভাবে অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রভাষক জয়ন্ত মুখার্জীর পরিচালনায় সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন, এড. মোঃ বাবুল হাওলাদার, সুতপা বেদজ্ঞ, মিজানুর রহমান বাবু, শাহ্ লায়েক উল্লাহ্, শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, এড. প্রীতিষ মন্ডল, রঙ্গলাল মৃধা, সাইদুর রহমান বাবু, আফজাল হোসেন রাজু, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, উজ্জ্বল বিশ্বাস, শেখ রবিউল ইসলাম রবি, ডাঃ গৌরাঙ্গ সমাদ্দার, এড. ত্রিদিব রায় ও তানিয়া আক্তার মুক্তা প্রমুখ। সমাবেশে উপকূলীয় অঞ্চলে বাঁধ নির্মাণে অতীতের দুর্নীতি, লুটপাট, গাফিলতির কথা উল্লেখ করে অবিলম্বে টেকসই বাঁধ নির্মানের আহ্বান জানান বক্তারা।
খুলনা গেজেট/এআইএন