খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  রাজধানীর হাজারীবাগে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত কিশোরের মৃত্যু

পশ্চিমবঙ্গে তিনদিন সফরে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যের আইনশৃঙ্খলা খতিয়ে দেখতে দিল্লি থেকে ভারতের নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বুধবার তিনদিনের সফরে আসবেন।

বুধবার দুপুরে মুখ্য নির্বান কমিশনার সুনীর অরোরা সহ কমিশনের শীর্ষ অফিসাররা প্রথমে ২৩ জেলার ডিএম ও এসপিদের সঙ্গে বৈঠক করবেন। বৃহস্পতিবার অর্থাৎ ২১ জানুয়ারি সর্বদলীয় বৈঠক করবেন। ঐ বৈঠকে সব দলের প্রতিনিধিরা থাকবেন। ২২জানুয়ারি পশ্চিমবঙ্গের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব ও পুলিশের ডিজির সঙ্গে বৈঠক করবেন। সেখানে রাজ্যের আইনশৃঙ্খলার পাশাপাশি বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলি নিয়ে বিশেষ বৈঠক হবে।

পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, , মালদা, দুই দিনাজপুর, মুর্শিদাবাদ, নদীয়া, দুই চব্বিশ পরগনার মোট দশটি জেলার সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারির নির্দেশ দেওয়া হবে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে। প্রয়োজনে সীমান্তবর্তী এলাকাগুলি সিল করা হতে পারে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!