বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আমরণ অবস্থান কর্মসূচি শুরু করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুই শিক্ষার্থী, বাংলা ডিসিপ্লিনের মোহাম্মদ মোবারক হোসেন নোমান (১৮ ব্যাচ) এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের ইমামুল ইসলাম (১৭ ব্যাচ)। রোববার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় খুবির প্রশাসনিক ভবনের সামনে তারা আমরণ অবস্থান কর্মসূচি শুরু করে।
শিক্ষার্থীদের অভিযোগ, “খুবি শিক্ষার্থীদের পাঁচ দফা আন্দোলনে যুক্ত থাকায় অসদাচরণের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে। শনিবার প্রেস কনফারেন্স করে অন্যায্য দাবি প্রত্যাহারের জন্য আমরা প্রশাসনকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিলাম। কিন্তু প্রশাসন এই সময়ের মধ্যে শাস্তি প্রত্যাহার করেনি। তাই আমরা এই অবস্থান কর্মসূচি শুরু করেছি।”
শাস্তি মওকুফের জন্য আবেদন করার সুযোগ রয়েছে তা সত্ত্বেও আবেদন না করে তারা কেনো এই কর্মসূচি পালন করছে? জানতে চাইলে তারা কোনো উত্তর দেয়নি ।
এবিষয়ে খুবি’র ছাত্রবিষয়ক পরিচালক ও শৃঙ্খলা বোর্ডের সদস্য সচিব প্রফেসর মো. শরীফ হাসান লিমন খুলনা গেজেটকে বলেন, “আমরা শিক্ষার্থীদেরকে জানিয়েছি তদন্ত ও একাডেমিক কার্যক্রমে বাধা সৃষ্টি করার দায়ে তাদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করেছে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে তাদের এখনো আত্নপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। এখনও তার উত্তর পাওয়া যায়নি। চিঠির উত্তরের পর শৃংখলা কমিটির পরবর্তী মিটিংয়ে সিদ্ধান্ত হবে তাদের শাস্তি কমবে নাকি বহাল থাকবে। তবে এর আগেই তারা কেন এমন কর্মসূচি দিল জানি না।”
সর্বশেষ ছাত্রবিষয়ক পরিচালক তাদেরকে পাঠানো চিঠি ভালোভাবে পড়ে দেখার এবং শাস্তি মওকুফ বা কমানোর জন্য আবেদন করার অনুরোধ করেন। এ অনুরোধ উপেক্ষা করে তারা কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয়। যতক্ষণ পর্যন্ত বহিষ্কার আদেশ প্রত্যাহার না করা হবে ততক্ষণ পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।
খুলনা গেজেট / এমএইচবি