খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  মার্কিন শ্রম প্রতিনিধি দল ঢাকা আসছে আজ

টানা নবম শিরোপা জিতলো জুভেন্টাস

ক্রীড়া প্রতিবেদক

অপেক্ষার পালা শেষ হলো জুভেন্টাসের। সাম্পদোরিয়াকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে সিরি’আ-তে টানা নবমবারের মতো শিরোপা নিশ্চিত করে ফেলেছে বিয়াঙ্কোনেরিরা। লিগের দুই ম্যাচ বাকি থাকতে টানা নবম শিরোপায় নতুন রেকর্ডও হয়েছে তাদের। ইউরোপের শীর্ষ ৫ লিগে একটানা এতোগুলো লিগ শিরোপা জয়ের রেকর্ড আর দ্বিতীয়টি নেই।
দুই অর্ধে একটি করে গোল করে জুভরা। প্রথমার্ধের যোগ করা সময়ে ক্রিশ্চিয়ানো রোনালদো গোলের খাতা খোলেন। এবারের লিগে যা তার ৩১তম গোল। ৬২ মিনিটে ফেডেরিকো বার্নার্ডেসি ব্যবধান ২-০ করেন। রোনালদো শেষ দিকে পেনাল্টি মিস করেছেন। নইলে ব্যবধান ৩-০ হতে পারত। সিআর সেভেনের নেওয়া শট ক্রসবারে লেগে ফিরে আসে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মিলেই জুভেন্টাস একমাত্র দল যারা টানা নবম লিগ শিরোপা ঘরে তুলল। তাদের পরের অবস্থানে রয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ, যারা এ মৌসুমে টানা অষ্টমবারের মতো লিগ শিরোপা ঘরে তুলেছে। ৩৬ ম্যাচে ২৬ জয়, ৫ ড্রয়ে ৮৩ পয়েন্ট জুভেন্টাসের। দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলানের চেয়ে যা ৭ বেশি।

জুভেন্টাসের রেকর্ডের রাতে ক্রিশ্চিয়ানো রোনালদো রেকর্ড না গড়লে মানানসই হয় না। ম্যাচের শেষদিকে পেনাল্টি মিস না করলে অবশ্য জোড়া গোলও পেতে পারতেন রোনালদো। পেনাল্টি মিস করে অবশ্য কিছু বেমানান কাজ করেছেন রোনালদো। কিন্তু রেকর্ড তার ছোঁয়া হয়ে গিয়েছিল আগেই।

জুভেন্টাসের হয়ে লিগে এক মৌসুমে কোনো খেলোয়াড়ের করা সর্বোচ্চ গোলও ৩১। রোনালদো ছুঁয়েছেন ৮৬ বছর পুরোনো সেই রেকর্ড। লিগে এখনও বাকি দুই ম্যাচ। লকডাউনের পর থেকে হিসেব করলে ১০ গোল করা রোনালদো ইউরোপের শীর্ষ ৫ লিগের সর্বোচ্চ গোলদাতাও। জুভেন্টাসের ইতিহাসটা নতুন করে লেখার অপেক্ষাতেই আছেন রোনালদো।

ইতালিতে নিজের প্রথম শিরোপা জয়ের পর জুভেন্টাস কোচ মাউরিসিও সারিও রেকর্ড গড়েছেন। ৬১ বছর বয়সী এখন সিরি আ জয়ী সবচেয়ে বয়স্ক কোচ। এর আগে চেলসির হয়ে ইউরোপা লিগ জিতেছিলেন সারি। ম্যানেজেরিয়াল ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় শিরোপা। এর আগে নাপোলির কোচ হয়ে জুভেন্টাসকে তাড়া করেও শিরোপা জেতা হয়নি তার। সেই স্বপ্ন পূরণ হলো জুভেন্টাসকে দিয়েই।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!