ঝিনাইদহের শৈলকুপায় পৌর নির্বাচন নিয়ে দ্বন্দ্বে এক প্রার্থীর কার্যালয়ে ঢুকে তার ভাইকে হত্যা করা হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে পৌর এলাকার কবিরপুরের ভুঁইমালি পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত লিয়াকত হোসেন বল্টু (৫০) উপজেলার ১৩ নম্বর অমিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারাপ্রাপ্ত সাধারণ সম্পাদক। তার ভাই শওকত হোসেন শৈলকুপার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। আসন্ন পৌর নির্বাচনের কাউন্সিলর প্রার্থী তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শওকত হোসেনর অফিসে বসে ছিলেন লিয়াকত হোসেন। রাতে হঠাৎ শওকতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলমগীর হোসেন বাবুর সমর্থকরা সেখানে ঢুকে লিয়াকত হোসেনকে ছুরিকাঘাত করে।
লিয়াকত হোসেনকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকুপা থানার উপপরিদর্শক (এসআই) আমিরুজ্জামান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
খুলনা গেজেট / এআর