বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

এইচএসসি পরীক্ষার ফল পেতে প্রি-রেজিস্ট্রেশন শুরু

গেজেট ডেস্ক

২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফল জানতে শুরু হয়েছে প্রি-রেজিস্ট্রেশন। সরকারি মোবাইল ফোন অপারেটর টেলিটক এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রি-রেজিস্ট্রেশনের ব্যাপারে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফলের প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ঘরে বসে ফল পেতে রেজিস্ট্রেশন করতে হবে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে। প্রি-রেজিস্ট্রেশন করতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষাবোর্ডের নাম লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবারো স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিতে হবে।

করোনা মহামারির কারণে বাতিল করা হয় ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফল গড় করে প্রকাশ করা হবে এইচএসসির ফল।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন