ভারতে করোনায় মৃত দেড় লক্ষাধিক, আক্রান্তের সংখ্যা কোটি ছাড়াল

কলকাতা প্রতিনিধি

ভারতে করোনায় মৃতের সংখ্যা দেড় লক্ষাধিক। আর আক্রান্তের সংখ্যা কোটি ছাড়িয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এই খবর জানিয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এক পরিসংখ্যানে জানিয়েছে ,ভারতে করোনায় মৃতের সংখ্যা এক লাখ পঞ্চাশ হাজার পাঁচশো সত্তর। আর আক্রান্তের সংখ্যা এক কোটি চার লাখ তেরো হাজার চারশো সতেরো। সক্রিয় কেস দু লাখ পঁচিশ হাজার তিনশো আটানব্বইয়।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, করোনা টীকাকরণের প্রস্তুতি পর্ব ড্রাইরান শুরু হয়ে গেছে। আগামী সপ্তাহ থেকে টীকাদান কর্মসূচি পুরোদমে শুরু হয়ে যাবে। ড্রাইরান সুবিধাজনক জায়গায় অবস্থান করছে। ফলে টীকাদান কর্মসূচি সাফল্যমণ্ডিত হবে বলে আমরা আশাবাদী ।

এদিকে শুক্রবার থেকে পশ্চিমবঙ্গেও পুরোদমে করোনা টীকাকরণের ড্রাইরান শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ নিয়ে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন