Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

প্রশংসায় ভাসছেন তাহসান-মিম

বিনোদন ডেস্ক

তাহসান-মিম জুটির নতুন নাটক ‘হ্যালো বেবি’। বছরের শুরু দিনে অর্ন্তজালে মুক্তি পেয়েছিল কাজল আরেফিন অমি পরিচালিত নাটকটি। প্রকাশের পর নেট দুনিয়ায় বেশ আলোড়ন তৈরি করেছে ‘হ্যালো বেবি’।

গল্পে মহা ধুমধাম করে বিয়ে হয় আশফাক ও রিতুর। বিয়ের আগে থেকেই তারা ডিসিশন নিয়েছিলো পাঁচ বছর আগে কোনো সন্তান নিবে না। পরিকল্পনা মতই চলতে থাকে তাদের সংসার জীবন। হুট করেই একদিন আশফাকের কাজিন পলাশ ও তার স্ত্রী সন্তানসহ তাদের বাসায় আসে। বাচ্চার দুষ্টুমিতে অতিষ্ট হয়ে ওঠে আশফাক-রিতু। দোটানায় পড়ে যায় তারা।

এরই মধ্যে ২.৭ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে নাটকটি। ট্রেন্ডিংয়ে ৩ নম্বরে আছে ‘হ্যালো বেবি’। সামাজিক যোগাযোগমাধ্যমের নাটক সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে আলোচনা চলছে নাটকটি নিয়ে। নেটিজেনরা মনে করছেন, নাটকটি থেকে শেখার অনেক কিছু আছে। তাহসান আর মিমের সাবলীল অভিনয় নজর কেড়েছে দর্শকদের।

এগিয়ে চলে নাটকের গল্পে। আকবর হায়দার মুন্নার প্রযোজনায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাহসান খান, বিদ্যা সিনহা মিম, জিয়াউল হক পলাশ, জান্নাতুল ফেরদৌস রিতুসহ আরও অনেকে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন