Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কালীগঞ্জে আগুনে পুড়ে গেছে ২ বিঘা জমির আখ

কালীগঞ্জ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে ৪ কৃষকের আখক্ষেতে আগুন লেগে প্রায় ২ বিঘা জমির আখক্ষেত পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদের নেতৃত্বে সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রনে আনে।

বুধবার দুপুরে উপজেলার কেয়াবাগানের মাঠের আখক্ষেতে এই আগুনের ঘটনা ঘটে। এতে চার কৃষকের প্রায় পঞ্চাশ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, উপজেলার কেয়াবাগানের মাঠে আখক্ষেতে আগুন লেগেছে এমন সংবাদের ভিত্তিতে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তার আগেই ৪ কৃষকের প্রায় ২ বিঘা জমির আখ পুড়ে ছাই হয়ে যায়। পাশের জমির আখের পাতার আগুনে আগুনের সূত্রপাত বলে জানান তিনি।

খুলনা গেজেট/এ হোসেন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন