বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

নড়াইলে বছরের প্রথম দিনে নতুন বই বিতরণ

নড়াইল প্রতিনিধি

নড়াইলে নতুন বছরে প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরন করা হয়েছে। শুক্রবার(০১ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বেলা ১১ টায় নড়াইল সরকারি বালক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেনের সভাপতিত্বে জেলা শিক্ষা অফিসার এসএম ছায়েদুর রহমান, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এবার করোনা সতর্কতায় বই বিতরন করা হয়েছে। নতুন বছরে নতুন শেণিতে, নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা।

এ বছর নড়াইল মাধ্যমিক স্কুল, মাদ্রাসা পর্যায়ে ১১ লক্ষ ৯৩ হাজার ৭৪০ খানা বই ও প্রাথমিক বিদ্যালয়ে ৩ লক্ষ ৩১ হাজার ৫৪৭ খানা বই বিতরন করা হচ্ছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন