খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে একাডেমিক বিষয় নিয়ে ডিন, ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্ট ও সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের সাথে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার বিকেলে শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা উপস্থিত ছিলেন।
সভায় হল না খুলে পরীক্ষায় অংশগ্রহণ সংক্রান্তে প্রত্যেক ডিসিপ্লিন থেকে শিক্ষার্থীদের নিকট থেকে নেওয়া সম্মতি পর্যালোচনা করা হয়। সেখানে দেখা যায় প্রায় ৪০ শতাংশ শিক্ষার্থী বর্তমান করোনা মহামারী পরিস্থিতির ঝুঁকি বিবেচনায় এবং হল না খুলে পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক নয়। এ কারণে করোনা মহামারী পরিস্থিতি স্বাভাবিক হলে আবাসিক হল খোলা সাপেক্ষে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তার আগে পর্যন্ত অনলাইনে স্ব স্ব ডিসিপ্লিনের প্রয়োজনীয় একাডেমিক কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয় ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে সকল ডিসিপ্লিনের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ফলাফলও প্রকাশিত হয়। কেবলমাত্র ২০২০ সালের পরীক্ষা করোনা মহামারী পরিস্থিতির কারণে গ্রহণ এখনও সম্ভব হয়নি। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/এনএম