খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৫
  মার্কিন শ্রম প্রতিনিধি দল ঢাকা আসছে আজ

চলচ্চিত্র অভিনেতা আমির সিরাজী আইসিইউতে

বিনোদন ডেস্ক

চলচ্চিত্র অভিনেতা আমির সিরাজীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে। শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকায় গতকাল মঙ্গলবার রাতে ময়মনসিংহ থেকে ঢাকায় আনা হয় তাঁকে। তাঁর শারীরিক পরীক্ষা–নিরীক্ষা করেই চিকিৎসকেরা তাঁর চিকিৎসা শুরু করবেন।

এই অভিনেতাকে আইসিইউতে নেওয়ার খবর নিশ্চিত করেছেন তাঁর বড় মেয়ে নুরজাহান সিরাজী। তিনি জানান, গতকাল রাতে তাঁর বাবাকে ঢাকায় আনা হয়েছে। চিকিৎসকেরা তাঁর বাবার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে গতকালই হাসপাতালের আইসিইউতে নিয়েছেন।

তিনি গণমাধ্যমকে জানান, বাবার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকেরা এখনো কিছু বলতে পারছেন না। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, ‘বাবার শারীরিক চেকআপ করার জন্য বেশ কিছু পরীক্ষা–নিরীক্ষা করা হচ্ছে। রিপোর্ট পেলেই তাঁরা চিকিৎসা শুরু করবেন। হার্ট অ্যাটাকটা বাবার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। বাবার বয়সও হয়েছে। তাঁর শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত। আপনারা বাবার জন্য দোয়া করবেন।’

২৭ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন চলচ্চিত্র অভিনেতা আমির সিরাজী। হাসপাতালে ভর্তির পরদিন তাঁর হার্টে সমস্যা ধরা পড়ে। জানা যায়, এই অভিনেতা মেয়র নির্বাচনে ভোট দিতে তাঁর এলাকা গফরগাঁওয়ে যান।

হঠাৎ তিন দিন আগে রাত আটটার দিকে এই অভিনেতা পান খেয়ে হঠাৎ প্রচণ্ড ঘামতে থাকেন। এরপর তাঁর বুকে ব্যথা শুরু হয়। বাসায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও তাঁর শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে। সঙ্গে সঙ্গে এই অভিনেতাকে ময়মনসিংহের গফরগাঁওয়ের একটি হাসপাতালে নেওয়া হয়।

শারীরিক অবস্থা আরও খারাপ হওয়ায় সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপরও আমির সিরাজীর শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় গতকাল তাঁর পরিবার জানান, এই অভিনেতাকে ঢাকায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল রাত ১০টায় তাঁকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করানো হয়। গতকাল নুরজাহান জানান, তাঁর বাবা ডায়াবেটিস, উচ্চরক্তচাপসহ বেশ কিছু সমস্যায় ভুগছিলেন।

আমির সিরাজী যাত্রাপালায় অভিনয়ের মাধ্যমে তাঁর ক্যারিয়ার শুরু করেন। ১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানের বিজ্ঞাপন দেখে তিনি ঢাকায় আসেন। তিনি চলচ্চিত্রে অভিনয়ের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। তাঁর অভিনীত প্রথম ছবি ইবনে মিজান পরিচালিত ‘পাতাল বিজয়’।

আমির সিরাজীর মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র মতিন রহমান পরিচালিত ‘রাধা কৃষ্ণ’। ছবিটি ১৯৮৫ সালের ৫ জানুয়ারি মুক্তি পায়। প্রায় তিন যুগের ক্যারিয়ারে তিনি সাত শতাধিক ছবিতে অভিনয় করেছেন। এই অভিনেতা ১৯৯১ সালে বিটিভির তালিকাভুক্ত শিল্পী হন। তিনি চেয়েছিলেন সিনেমার পাশাপাশি নিয়মিত নাটকেও অভিনয় করবেন। কিন্তু চলচ্চিত্রের ব্যস্ততায় নাটকে তাঁর খুব বেশি অভিনয় করা হয়ে ওঠেনি।

খুলনা গেজেট/কেএম

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!