শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

খানাবাড়ি স্কুল মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ফুলবাড়িগেট প্রতিনিধি

নগরীর কুয়েট রোড ভ্যান শ্রমিক লীগের উদ্যোগে খানাবাড়ী স্কুল মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই শুক্রবার বিকালে অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণ করেন কুয়েট ভ্যান ষ্টান্ড এবং ল্যাবরেটরি মোড় গোলা ভ্যান শ্রমিকরা। প্রীতি ফুটবল ম্যাচে ল্যাবরেটরি মোড় গোলা ভ্যান শ্রমিক ৩-২ গোলে কুয়েট ভ্যান ষ্টান্ডকে পরাজিত করে।

প্রীতি ফুটবল ম্যাচের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩৩নংওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ইউসুফ আলী খলিফা। বিশেষ অতিথি ছিলেন খানাবাড়ী যুব সংঘ ক্লাব ও লাইব্রেরীর সভাপতি আবু হেনা বাবলু, সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান লিটন, ৩৩নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক জাহিদ আল মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন কুয়েট রোড ভ্যান শ্রমিকলীগের আহবায়ক রেজাউল করিম, সভাপতি আব্দুল হাই, সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, লিটন, প্রচার সম্পাদক ওহিদুল ইসলাম, আ. রহমান, আবু বক্কর, মো. হালিম।

খুলনা গেজেট / এনআইআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন