ভারতে করোনা আক্রান্তের সংখ্যা কোটি ছাড়ালো

কলকাতা প্রতিনিধি

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়ালো বলে ওয়ার্ল্ড মেটার্স ইনফোর সমীক্ষায় এই পরিসংখ্যান উঠে এলো।

তারা জানিয়েছে, শুক্রবার গভীর রাত পর্যন্ত এই সংখ্যা হয়েছে এক কোটি চার হাজার আটশো পঁচিশ। এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার রোগী করোনায় মারা গেছেন। তিন লাখের বেশি রোগীর শরীরে করোনা খুব সক্রিয় । এদিকে ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে করোনা টীকার চরম প্রস্তুতি চলছে।

২০২১ সালের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত টীকা দেওয়া হবে। প্রাথমিক পর্বে ত্রিশ কোটি মানুষকে টীকা দেওয়া হবে। টীকার জন্য অনলাইনে রেজিস্ট্রাশন করতে হবে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন