Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content
বলিউড অভিনেতা

সাইফ আলি খানের বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক

হিন্দু-সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে বলিউড অভিনেতা সাইফ আলি খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রাবণ ‘দয়ালু’ ছিলেন। আদিপুরুষের চরিত্রের প্রেক্ষিতে রাবণ সম্পর্কে এমন মন্তব্য করায় মামলা দায়ের করা হল এই অভিনেতার জন্য।

উত্তরপ্রদেশের এক আইনজীবী সাইফ আলি খানের বিরুদ্ধে দায়ের করলেন মামলা। সাইফের পাশাপাশি আদিপুরুষের পরিচালক ওম রাউতের বিরুদ্ধেও দায়ের করা হয় মামলা। আদিপুরুষে নিজের চরিত্র নিয়ে সাইফ আলি খান যখন মন্তব্য করেন, তা নিয়ে শুরু হয়ে যায় জোর-বিতর্ক। এরপরই একটি সাক্ষাতকারে হাজির হয়ে ক্ষমা চেয়ে নেন সাইফ আলি খান। তিনি বলেন, কারও কোনও ধর্মীয় ভাবাবেগে আঘাত করা তার উদ্দেশ্য নয়।

তার বক্তব্যের জন্য যদি কারও মনক্ষুন্ন হয়, তাহলে তিনি ক্ষমাপ্রার্থী। কাউকে তিনি আঘাত করতে চাননি। রাম সব সময়ই তার জীবনের একজন আদর্শ মানুষ।

খুলনা গেজেট / এআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন