রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সংগীতের বদল চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন বিজেপি সাংসদ সুব্রহ্মনম স্বামী।
স্বামী চিঠিতে দাবি জানিয়েছেন, জাতীয় সংগীতের বদলে উনিশশো তেতাল্লিশ সালে সুভাষচন্দ্র বসুর আই এন এস সংগীতটিকে জাতীয় সংগীত করা হোক। স্বামীর প্রধানত আপত্তি সিন্ধু শব্দটি নিয়ে। জাতীয় সংগীতে উল্লেখিত সিন্ধু এখন পাকিস্তানে অবস্থিত। স্বামী তাই চান সুভাষচন্দ্রের আই এন এস সংগীত যা রচনা করেছিলেন মেজর আবিদ হোসেন ও ক্যাপ্টেন মুমতাজ হোসেন। সুর দিয়েছিলেন রাম সিং।
জাতীয় সংগীত জন গণ মন এর আদলেই গানটি লেখা হয়। স্বামীর দাবির পিছনে সংঘ আছে কিনা তা অবশ্য জানা যায়নি। কারণ সংঘ সর্বদাই অবিভক্ত ভারতের প্রবক্তা। স্বামী আশা করছেন একুশের তেইশ জানুয়ারি নেতাজীর জন্মদিনের আগেই এ ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু, একুশের বিধানসভা ভোটের আগে বাঙালির প্রাণের সম্পদ রবীন্দ্রনাথের গায়ে হাত দেওয়ার সাহস কেন্দ্র দেখাবে কিনা সন্দেহ।
খুলনা গেজেট/এনএম