Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

আরও একবার টোকিও অলিম্পিকের কাউন্টডাউন শুরু

ক্রীড়া প্রতিবেদক

টোকিও অলিম্পিকের আর ঠিক এক বছর বাকি। এ উপলক্ষে বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো শুরু হলো কাউন্ট ডাউন। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ২৩ জুলাই শুরু হবে বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়াযজ্ঞ। জাপানের জাতীয় স্টেডিয়ামে আগামী শুক্রবার জমকালো উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে শুরু হওয়ার কথা ছিল ২০২০ অলিম্পিকের আসর। কিন্তু বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীর কারণে গত মার্চে তা এক বছর পিছিয়ে দেওয়ার ঘোষণা দেয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। ছয় মাস আগেও সবকিছু ছিল ঠিকঠাক। এরপরই পাল্টে যেতে থাকে সবকিছু। অন্য সবকিছুর মতো করোনাভাইরাসের প্রভাব পড়ে ক্রীড়াঙ্গনেও। অনেক ইভেন্টের মতো স্থগিত হয়ে যায় অলিম্পিকও।
এক বছরের জন্য পিছিয়ে যাওয়া আসরটি ডুবে আছে অনিশ্চয়তার সাগরে। বিশ্বব্যাপী দিনে দিনে বেড়েই চলেছে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার টোকিওতে নতুনভাবে শনাক্ত হয়েছেন ৩৬৬জন, এক দিনে যা সর্বোচ্চ, যা দ্বিতীয় দফায় দেশটিতে সংক্রমণের আশঙ্কা বাড়িয়ে তুলেছে।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন