পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে খুলনা জেলা প্রশাসক কার্যালয় ও বিচার বিভাগ কর্মচারীদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সোয়া ১০টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ কর্মসূচি চলে। খুলনা জেলা তৃতীয় ও চতুর্থ শ্রেণি কর্মচারী কল্যাণ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. আব্দুস সবুর শেখ সভাপতিত্ব করেন।
উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের উপ প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর ইসলাম, খান আনিসুজ্জামান, আজিজুর রহমান, আকরাম হোসেন রফিকুল ইসলাম, হুমায়ুন কবির, সার্ভেয়ার মোকলেছুর রহমান, বিচার বিভাগ খুলনা কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মাকসুদ রহমান, জেলা জজ কোর্টের নাজির মোহাম্মদ জাকারিয়া, বেঞ্চ সহকারি আবু সাঈদসহ জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন শাখা ও জজ কোর্টের কর্মচারীরা।
বক্তারা বলেন, ‘নবম পে স্কেল নিয়ে জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা আজ দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ পালন করলাম। শুক্রবার কেন্দ্রীয় কর্মসূচি শেষে যে কঠোর কর্মসূচি আসবে আমরা সেই কর্মসূচি পালন করব।’
বক্তারা বলেন, ‘দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণ, বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল ঘোষণা, টাইম স্কেল সিলেকশন গ্রেড পূনর্বহাল, দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে কর্মচারিদের অবর্ণনীয় দুঃখ-দূর্দশার কথাসহ বিভিন্ন দাবি তুলে ধরে আন্দোলন করে আসছি।
এর প্রেক্ষিতে সরকার পে স্কেল প্রদানের লক্ষ্যে নবম পে কমিশন গঠন করেছে। সে কমিশনের চুড়ান্ত রিপোর্ট এখন সরকারের হাতে। শুধু গেজেট প্রকাশের অপেক্ষা। সেই সময়ে এ ধরনের বক্তব্য নিম্ন বেতনভোগী কর্মচারীদের অসহায়ত্ব নিয়ে রসিকতার শামিল বলে আমরা মনে করছি।
আমরা অবিলম্বে তার এই অগ্রহনযোগ্য বক্তব্য প্রত্যাহার ও অবিলম্বে বৈষম্যমুক্ত পে স্কেলে গেজেট প্রকাশ করে ১ জানুয়ারি থেকে বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি।’
সমাবেশ শেষে বিক্ষোভকারীরা মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয় থেকে কেডিএ ঘোষ রোড জেলা ক্রীড়া সংস্থার সামনে দিয়ে কোট মোড়, জজ কোর্টে প্রধান ফটক, জজকোর্ট সড়ক পদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।



