ইউক্রেনে রাশিয়ার নতুন করে চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। ইউক্রেনের স্থানীয় কর্তৃপক্ষ ও সেনাবাহিনীর বরাতে বুধবার (২৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো।
কিয়েভ অঞ্চলের বিলোহোরোদস্কা কমিউনিটিতে রুশ বিমান হামলায় দুইজন নিহত হন বলে জানান স্থানীয় প্রশাসন। একই রাতে মধ্য ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে একটি ড্রোন হামলায় আরও একজন নিহত হয়েছেন।
এর কয়েক ঘণ্টা আগেই উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে একটি যাত্রীবাহী ট্রেনে রুশ ড্রোন হামলায় অন্তত পাঁচজন নিহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একে সরাসরি ‘সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যা দেন। তার ভাষায়, হামলার সময় ওই ট্রেনে প্রায় ২০০ জন যাত্রী ছিলেন।
এদিকে দক্ষিণাঞ্চলীয় ওডেসা অঞ্চলের বন্দর অবকাঠামো লক্ষ্য করে চালানো আরেকটি ড্রোন হামলায় তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন গভর্নর ওলেহ কিপার।
রাজধানী কিয়েভে একটি ১৭ তলা আবাসিক ভবনে হামলার আঘাত লাগে। এতে ভবনের ছাদ আংশিক ক্ষতিগ্রস্ত হয় এবং ওপরের কয়েকটি তলার জানালা ভেঙে যায় বলে জানিয়েছে জরুরি সেবা বিভাগ। এর আগের হামলাগুলোর জেরে কিয়েভের বেশ কয়েকটি আবাসিক এলাকায় এখনও বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়নি।
খুলনা গেজেট/এএজে



