দক্ষিণবাংলার প্রবীণ “জামি’আ ইসলামিয়া মারকাযুল উলূম খুলনা’র প্রতিষ্ঠাতা মহাপরিচালক, জামি’আর নায়েবে মুহতামিম ‘মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া’র আব্বা, খুলনার হেলাতলা জামে মসজিদের প্রাক্তন ইমাম ও খতীব, দারুল উলূম খুলনার সাবেক প্রধান মুফতী শাইখুল হাদীস আল্লামা যাকারিয়া রহ. এর সোহবতপ্রাপ্ত বিশিষ্ট শাগরিদ “আল্লামা মুফতী গোলাম রহমান” আজ বুধবার সকাল ১০ ঘটিকায় রাজধানী ঢাকার ধানমন্ডি গ্রীন হসপিটালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মরহুমের জানাজার নামাজ আজ বুধবার রাত ৯ টায় তার প্রতিষ্ঠিত বাগমারা মারকাজুল উলুম মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে। তার ইন্তেকালে দেশের গোটা দ্বীনি অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
মরহুম গোলাম রহমান সাহেব দারুল উলূম দেওবন্দ থেকে হাদীস ও ফিকহের গভীর জ্ঞান হাসিল করার পর দীর্ঘদিন ধরে কুরআন-হাদীসের খেদমত, ইলমে ফিকহ চর্চা, দাওয়াত ও তাবলীগের কাজে নিজেকে নিঃস্বার্থভাবে উৎসর্গ করে রেখেছিলেন। তিনি ছিলেন একাধারে একজন দরদী উস্তাদ, প্রজ্ঞাবান মুফতী ও নীরব সাধক। তাঁর ইলমী গভীরতা, বিনয় ও আমলভিত্তিক জীবন দক্ষিণবঙ্গের আলেম সমাজের জন্য ছিল এক উজ্জ্বল দৃষ্টান্ত। হযরত মুফতী গোলাম রহমান রহমাতুল্লাহ আলাইহি অসংখ্য শাগরিদ, ভক্তকুল ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
খুলনা গেজেট/এনএম



