বুধবার । ২৮শে জানুয়ারি, ২০২৬ । ১৪ই মাঘ, ১৪৩২

রূপসায় যুবক গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

খুলনার পূর্ব রূপসায় দুর্বৃত্তের গুলিতে মামুন অর রশিদ ওরফে বাবু (৩৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্ব রূপসার মীনা বাড়ি মোড়ে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে।

আহত যুবক খুলনা সদর থানাধীন নতুন বাজার এলাকার বাসিন্দা আবু বক্করের ছেলে।

রূপসা থানার এসআই আশরাফুল আলম জানান, আহত যুবক পেশায় একজন মাছ ব্যবসায়ী। ঘটনার সময় তিনি পূর্ব রূপসার মীনা বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। গুলিটি তার বাম কাঁধে বিদ্ধ হয়। স্থানীয়রা গুলির শব্দ শুনে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন