ঝিনাইদহের কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের দুই সমর্থকের ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার রামচন্দ্রপুর বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে কালীগঞ্জ শহরের ভুষণ স্কুল মাঠে ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ’র নির্বাচনি জনসভার আয়োজন করা হয়। দুপুরে উপজেলার উল্যা গ্রাম থেকে তার দুই সমর্থক শহরে যাচ্ছিলেন।
পথিমধ্যে রামচন্দ্রপুর বাজারে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে সেখান থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খুলনা গেজেট/এএজে

