শনিবার । ২৪শে জানুয়ারি, ২০২৬ । ১০ই মাঘ, ১৪৩২

বিশ্বকাপে ভারত অধিনায়কের সঙ্গে হাত না মেলানোর ব্যাখ্যা দিলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ভারতের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে টসের সময় দুই দলের অধিনায়কের মধ্যে করমর্দন না হওয়ার ঘটনাটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১৭ জানুয়ারি) এক বিবৃতিতে বিসিবি জানায়, এটি সাময়িক মনোযোগের ঘাটতির ফল, এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল না।

এদিন অসুস্থতার কারণে নিয়মিত অধিনায়ক মোহাম্মদ আজিজুল হাকিম তামিম টসে উপস্থিত থাকতে পারেননি। তার পরিবর্তে সহ-অধিনায়ক জাওয়াদ আবরার বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করেন। ভারতের পক্ষে টসে নেতৃত্ব দেন আয়ুষ মাহাত্রে। ম্যাচ শুরুর আগে করমর্দন না হওয়ায় বিষয়টি ক্রিকেটভক্তদের চোখে পড়ে এবং দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে তা নিয়ে তৈরি হয় আলোচনা-সমালোচনা।

এর আগেও আন্তর্জাতিক ক্রিকেটে এমন ঘটনা ঘটেছিল। গত বছর এশিয়া কাপে টসের সময় ভারত ও পাকিস্তানের অধিনায়কেরা একে অপরের সঙ্গে করমর্দন করেননি। সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে কিছুটা টানাপোড়েন থাকলেও, বিসিবি স্পষ্ট করে জানিয়েছে যে এবারের ঘটনাটি কোনোভাবেই ইচ্ছাকৃত ছিল না।

বিসিবির বিবৃতিতে বলা হয়, ‘অসুস্থতার কারণে নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম টসে উপস্থিত থাকতে পারেননি এবং সহ-অধিনায়ক জাওয়াদ আবরার দলকে প্রতিনিধিত্ব করেন। প্রতিপক্ষ অধিনায়কের সঙ্গে করমর্দন না হওয়ার বিষয়টি সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং তা ওই সময়ে কিছু সময়ের জন্য মনোযোগ হারানোর কারণে ঘটেছে। প্রতিপক্ষের প্রতি কোনো ধরনের অসম্মান বা অবহেলা প্রদর্শনের কোনো উদ্দেশ্যই ছিল না।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ক্রিকেটের চেতনা ও প্রতিপক্ষের প্রতি সম্মান বজায় রাখাকে বিসিবি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। বাংলাদেশকে যেকোনো পর্যায়ে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে এটি একটি মৌলিক শর্ত। সে কারণে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাৎক্ষণিকভাবে টিম ম্যানেজমেন্টকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে খেলোয়াড়দের প্রতিপক্ষ দলের সঙ্গে সব ধরনের যোগাযোগে সর্বোচ্চ ক্রীড়াসুলভ আচরণ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্মান বজায় রাখার দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেয়া হয়েছে।’

বিসিবি আরও জানিয়েছে, ‘মাঠের ভেতরে ও বাইরে ক্রিকেটের মূল্যবোধ বজায় রাখতে বোর্ড পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।’

প্রতিবেদন ক্রিকবাজের।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন