শনিবার । ২৪শে জানুয়ারি, ২০২৬ । ১০ই মাঘ, ১৪৩২

সৌদি বাদশাহ সালমান হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক

স্বাস্থ্য পরীক্ষার জন্য সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ রিয়াদের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) রয়েল কোর্টের বরাত দিয়ে বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, বাদশাহ সালমানকে নিয়মিত শারীরিক পরীক্ষার জন্য কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এসপিএ জানায়, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ গত মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেছিলেন।

 

বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশটির শাসক বাদশাহ সালমানকে ২০২৪ সালে ফুসফুসে জটিলতার জন্য চিকিৎসা নিয়েছিলেন। বর্তমানে যে শারীরিক পরীক্ষাগুলো করা হবে, সেগুলো কোন ধরনের তা রয়্যাল কোর্ট জানায়নি।

বাদশাহ সালমান সৌদি আরবের সপ্তম শাসক। প্রয়াত বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজের মৃত্যুর পর তিনি দায়িত্ব গ্রহণ করেন।

বাদশাহ সালমান হলেন সৌদি আরবের প্রতিষ্ঠাতাকালীন বাদশাহ আব্দুল আজিজ আল সৌদের ২৫তম ছেলে। তিনি ১৯৩৫ সালে রিয়াদে জন্মগ্রহণ করেন। রিয়াদের প্রিন্সেস স্কুলে প্রাথমিক শিক্ষা লাভ করেন তিনি। সেখানে তিনি ধর্মীয় ও আধুনিক বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন এবং পবিত্র কোরআন সম্পূর্ণরূপে মুখস্থ করেন। এ ছাড়া তিনি বিশেষ করে ইসলামী শিক্ষা, ইতিহাস, রাজনীতি ও সাহিত্য নিয়ে অধ্যয়ন করেন।

বাদশাহ সালমান ১৯৫৪ সালে রিয়াদের ভারপ্রাপ্ত গভর্নর হিসেবে কর্মজীবন শুরু করেন এবং ১৯৬৩ সালে এ অঞ্চলের গভর্নর নিযুক্ত হন। এ পদে তিনি কয়েক দশক ধরে দায়িত্ব পালন করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন