খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ‘র এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। নিহত ওই শিক্ষার্থী নাম মোঃ রেজওয়ানুল হক (২৪)। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়ালস সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জের পঁচিশ মাইল বাজারে।
সোমবার (১২ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি হলের পার্শ্ববর্তী ডিএস-এ খাবার খাওয়ার সময় হঠাৎ ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২ টায় তার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা যায়।
এদিকে সহপাঠীর আকস্মিক মৃত্যুর সংবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শোকের ছাঁয়া নেমে এসেছে। আজ বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শহীদ স্মৃতি হলের প্রভোস্ট ডা. এবিএম মামুন জামান বলেন, ‘গতকাল রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে শহীদ স্মৃতি হলের ডিএস-এ চা পান করার সময় একজন শিক্ষার্থী স্ট্রোক করেছে বলে জানতে পারি। তাকে আদ দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে এ সংবাদ শুনে তাৎক্ষণিকভাবে আমি এবং ছাত্র কল্যাণ পরিচালক হাসপাতালে যায়। আদ দ্বীন হাসপাতাল থেকে পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়’।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে প্রাপ্ত মৃত্যুর সনদপত্রে রেজওয়ানুল হকের মৃত্যুর কারণ সম্পর্কে Brought dead উল্লেখ করা হয়। মৃত্যুর সময় ১৩ জানুয়ারি রাত ২ টা উল্লেখ করা হয়।
রেজওয়ানুল হকের আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধু ও বিশ্ববিদ্যালয় ভিত্তিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল জামে মসজিদে নামাজে জানাজা শেষে দিনাজপুরের বীরগঞ্জে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে বলে বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানায়।
এদিকে রেজওয়ানুল হকের আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রকৌশলী আনিছুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত শোক বার্তায় উল্লেখ করা হয় ১৩ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের৷ একজন ছাত্র আকস্মিক মৃত্যুবরণ করেন। এ কারণে আজ বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।
খুলনা গেজেট/লিপু/এনএম
