বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

নাসুম-মঈনদের তোপে ১১৪ রানে গুটিয়ে গেল রংপুর

ক্রীড়া প্রতিবেদক

বিপিএলের ২৩তম ম্যাচে রংপুর রাইডার্সের ওপর বোলিং তোপ দাগল সিলেট টাইটানস। নাসুম আহমেদ-মঈন আলিদের স্পিন বিষে নির্ধারিত ২০ ওভারের ৫ বল বাকি থাকতেই ১১৪ রানে গুটিয়ে গেছে লিটন দাসের দল।

টসে হেরে ব্যাট করতে নেমে ৬ রানের মধ্যেই দুই ওপেনার তাওহিদ হৃদয় ও কাইল মেয়ার্সকে হারায় রংপুর। শিকার ধরেন নাসুম ও পেসার শহিদুল ইসলাম। দারুণ শুরু এনেও বেশিক্ষণ টিকতে পারেননি লিটন। ১২ বলে ২২ রান করে দলীয় ২৭ রানে সেই শহিদুলের বলেই ফেরেন লিটন। ৪০ রানের জুটি গড়ে দলীয় ৬৭ রানে আউট হন ইফতিখার আহমেদ। ২০ বলে ১৭ রানের ধীরগতির ইনিংস খেলেন তিনি।

এরপর অবশ্য কোনো জুটি ১৫ রানও যোগ করতে পারেনি। ৭৬ রানে ৫ উইকেট হারানো দলটি ৯০ থেকে ৯৬ রানের মধ্যে হারায় আরও ৪ উইকেট। রংপুর এক শ পার করে মাহমুদউল্লাহ রিয়াদের দৃঢ়তায়। ২৩ বলে ২৯ রান করেন তিনি। দলীয় সর্বোচ্চ রান আসে অবশ্য খুশদিল শাহর ব্যাটে। ২৪ বলে ৩০ রান করেন তিনি।

সিলেটের হয়ে বল হাতে সবচেয়ে সফল নাসুম ৪ ওভারে মাত্র ১৯ রান খরচায় নেন ৩ উইকেট। একটি উইকেট কম দিলেও রান দেয়ায় ভীষণ কৃপণতা দেখিয়েছেন মঈন। ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। সমান ওভারে ৩ উইকেট শিকার করলেও ৩৬ রান খরচ করেন শহিদুল। বাকি উইকেটটি সালমান ইরশাদের।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন