বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

এবার জাতীয় দলে একসঙ্গে খেলার স্বপ্ন বাবা-ছেলের

ক্রীড়া প্রতিবেদক

চলমান বিপিএলে বাবা-ছেলে খেলছেন একই দলের হয়ে। গতকাল হাসান ইসাখিলের ব্যাটে ভর করে জয় তুলে নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। ম্যাচে বাবা মোহাম্মদ নবীর সঙ্গে চতুর্থ উইকেটে মাত্র ৩০ বলে ৫৩ রানের জুটি গড়েন তিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাবা-ছেলে হিসেবে প্রথমবার একসাথে মাঠে নেমেই ইতিহাস গড়লেন তারা। এবার এই জুটির দৃষ্টি আরও দূরের।

নবী-ইসাখিল একসাথে খেলতে চান আফগানিস্তান জাতীয় দলে। ম্যাচ শেষে ছেলের সঙ্গে খেলার অনুভূতি নিয়ে নবী বললেন, ‘এখন পর্যন্ত ভালোই অনুভব হচ্ছে। এটার জন্যই অপেক্ষায় ছিলাম। যেভাবে সে খেলেছে খুবই খুশি।’

ইসাখিল অবশ্য বাবার কারণে নয়, নিজের মেধার জোরেই এসেছেন এতদূর। নবী বলেন, ‘গত ২ বছর অনেক পরিশ্রম করেছে, ঘরোয়া ক্রিকেটে সব ফরম্যাটে খেলেছে। সেখানেও পারফর্ম করেছে। গতবার নেপাল প্রিমিয়ার লিগ খেলেছে, এ বছর বিপিএল। আশা করি দ্রুত তাকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখব।’

ইসাখিলও জানালেন, বাবা থাকতে থাকতে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে তিনিও মুখিয়ে আছেন, ‘হ্যাঁ এটা আমার স্বপ্ন, বাবার সাথে জাতীয় দলে খেলব। এজন্য কঠোর পরিশ্রম করছি, ঘরোয়া ক্রিকেটে ভালো করার চেষ্টা করছি।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন