বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

রূপসায় সাগর হত্যা মামলায় সন্দেহভাজন মিরাজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

খুলনার রূপসা উপজেলার জাবুসা এলাকায় সাগর শেখ হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে মিরাজ (৪২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) ভোররাতে উপজেলার নৈহাটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবক ওই গ্রামের বাসিন্দা সিদ্দিক শেখের ছেলে।

রূপসা থানার এসআই একরামুল জানান, হত্যাকাণ্ডের পর থেকে মিরাজ পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, মিরাজ হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর রাতে জাবুসা অটোগ্যাস ফিলিং স্টেশনের সামনে দুর্বৃত্তের গুলিতে সাগর শেখ নিহত হন। নিহত সাগর গ্রীন বাংলা আবাসিক এলাকার বাসিন্দ ফয়েক শেখের ছিল।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন