বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

খালিশপুর ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে মাহফুজুর রহমানের গণসংযোগ

গেজেট প্রতিবেদন

খালিশপুর থানাধীন ৯ নম্বর ওয়ার্ডের মুজগুন্নী আবাসিক এলাকা, গোয়ালখালী, উত্তর রায়ের মহল ও বাস্তহারা এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেন খুলনা-৩ আসনের জামায়াতের প্রার্থী ও মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান।

অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, “খালিশপুরের ৯ নম্বর ওয়ার্ডের সমস্যাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও জবাবদিহির অভাবের ফল। নির্বাচিত হলে প্রথম অগ্রাধিকার দেওয়া হবে জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং টেকসই পরিকল্পনার মাধ্যমে সড়ক সংস্কারে। পাশাপাশি শিশুদের জন্য খেলার মাঠ ও কমিউনিটি স্পেস, যুবকদের জন্য কারিগরি ও আইটি প্রশিক্ষণ কেন্দ্র এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত আলোকিত ও নিরাপদ চলাচল ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। উন্নয়ন তখনই টেকসই হয়, যখন জনগণ সেই উন্নয়নের অংশীদার হয়। তাই পরিকল্পনা প্রণয়ন থেকে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি ধাপে স্থানীয় জনগণের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করা হবে।”

এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন, সাবেক সভাপতি আব্দুল আওয়াল, সরকারি বিএল কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর আলম, ভিপি এ্যাড. শেখ জাকিরুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির বায়েজিদ হোসেন, সেক্রেটারি শহিদুল্লাহ, মাওলানা ইমরান হোসেন, মাওলানা আসাদুল্লাহিল গালিব, কাজী নুরুল আলম, কাজী ওহিদুল ইসলাম, কাজী জিয়াউল ইসলাম, মনিরুল ইসলাম মানিক, ইলিয়াছুর রহমান, জাহিদুর রহমান, যুব নেতা বাদশা মোল্লা, আজিজুর রহমান, হাফেজ আনোয়ার হোসেন, তোরাব আলী, নুর আলী প্রমুখ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন