রাজধানীর বনশ্রীতে লিলি ওরফে বাবুনি নামে স্কুলপড়ুয়া এক তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুর ২টা থেকে বিকেল ৪টার মধ্যে দক্ষিণ বনশ্রীর ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
আনুমানিক ১৬ বছর বয়সী লিলির বাবার নাম সজিব মিয়া। তিনি পেশায় খাবার হোটেল ব্যবসায়ী।
জানা গেছে, বিকেলের দিকে জিম থেকে বাসায় ফিরে ওই তরুণীকে গলাকাটা অবস্থায় পেয়ে থানায় খবর দেন তার বড় বোন। তবে কে বা কারা, কী কারণে ওই তরুণীকে হত্যা করেছে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি ঘটনার তদন্ত করছে পুলিশ।
খুলনা গেজেট/এএজে
