বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

সবজির দাম ফের ঊর্ধ্বমুখী

নিজস্ব প্রতিবেদক

গত এক সপ্তাহের ব্যবধানে খুলনা মহানগরীর বাজারগুলিতে সবজির দাম কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। নগরীর রূপসা সন্ধ্যা বাজার, ময়লাপোতা সন্ধ্যা বাজার, নিউ মার্কেট ও নিরালা কাচাঁ বাজারে ঘুরে এ তথ্য জানা গেছে।

বাজারের ব্যবসায়ীদের দেওয়া তথ্যানুযায়ি এ সপ্তাহে ৪০ টাকা কেজি দরের বেগুন ৬০ টাকা, ২০ টাকার ফুল কপি ৩০ থেকে ৪০ টাকা, ২০ টাকার বাধা কপি ৩০ টাকা, ৮০ টাকার খিরাই ১০০ টাকা, ২০ টাকার মূলা ৩০ টাকা, ২০ টাকার নতুন আলু ৩০ থেকে ৩৫ টাকায়, ৩০ টাকার পেঁপে ৪০ টাকা, ৬০ টাকার টমেটো ৭০ টাকা, ৮০ থেকে ১০০ টাকা কেজি দরের কাঁচা ঝাল ১৫০ থেকে ১৬০ টাকা, ৩০ থেকে ৪০ টাকার প্রতিটি লাউ ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে । প্রকার ভেদে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা এবং রসুন ৮০ থেকে ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। অপরিবর্তিত রয়েছে ডিম, মাছ ও মাংশের দাম। সাদা ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি ৩৪-৪০ টাকা। লাল ডিম প্রতি হালি ৩৬-৪০ টাকা।

মাছ বাজারে ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ইলিশ মাছ আকার ভেদে ১৪০০ থেকে ১৮০০ টাকা, হরিণা, চাকা ও চালি চিংড়ি আকার ভেদে ৫৫০ থেকে ৮৫০ টাকা, আকার ভেদে বাগদা চিংড়ি ৯০০ থেকে ১২০০ টাকা, গলদা চিংড়ি ১২০০ থেকে ১৬০০ টাকা, রুই ও কাতলা মাছ ৩০০ থেকে ৩৫০ টাকা, তেলাপিয়া মাছ ১৮০ থেকে ২২০ টাকা, পাঙাশ ১৮০ থেকে ২০০ টাকা, ভেটকি ৫৫০-৮০০ টাকা, পাবদা ৩০০ থেকে ৩৫০ টাকা। ব্রয়লার মুরগি ১৭০ টাকা, কক ও সোনালী ২৩০ থেকে ২৪০ টাকা, গরুর মাংশ ৭০০ থেকে ৭৫০ টাকা, খাসির মাংশ ১০০০ থেকে ১১০০ টাকায় বিক্রি হচ্ছে।

নিরাল বাজারের সবজি বিক্রেতা সাইদুল বলেন, “গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে সবজির দাম বেশি। কৃষকরা মাঠের সবজি উঠিয়ে ধান চাষ করছে একারণে বাজারে সবজি কম। চাহিদার তুলনায় বাজারে সবজি কম আসার কারণে সবজির দাম বেড়েছে।”

দাম বৃদ্ধির ব্যাপারে একই মন্তব্য করেন ময়লাপোতা বাজারের সবজি বিক্রেতা হুমায়ুন কবির। একই বাজারের সবজি বিক্রেতা মনিরুল ইসলাম বলেন, “কুয়াশার কারণে নিয়মিত সবজির গাড়ি আসতে পরছে না। তাছাড়া কুয়াশায় সবজি নষ্ট হয়ে যাচ্ছে। একারণে হঠাৎ করে কাঁচামালের দাম বেড়েছে।”

ময়লাপোতা বাজারের মাছ বিক্রেতা আমজে খাঁ বলেন, “মাছের দাম কম বেশি নির্ভর করে গোন এর উপর। গোন এর সময় মাছ বেশি ধরা পড়ায় দাম কিছুটা কম থাকে। মূল কথা বাজারে মাছ আসার উপরে নির্ভর করে দাম কম-বেশি।”

বাজার করতে আসা আজিজুল ইসলাম বলেন, “সবজির দাম নাগালের ভিতর আছে। এর চেয়ে দাম বাড়লে তা আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে।”
তিনি আরও বলেন, “সবজির দাম স্বাভাবিক হলেও বাজারে মাছের দাম অনেক। ৬০০ টাকার নিচে কোনো চিংড়ি মাছ পাওয়া যায় না। দাম কমের মধ্যে পাঙাস, তেলাপিয়া। যা সবাই খেতে পারে না।”

বাজার করতে আসা কাদের হোসেন বলেন, “সবজি দাম কিছুটা বেড়েছে। কয়েকদিন আগে আলু কিনেছি পাঁচ কেজি ১০০ টাকায়। এখন এসে দেখি ৩ কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এভাবে দাম বৃদ্ধি পেলে আমাদের জন্য সমস্যা হয়ে দাঁড়াবে।”

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন