যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করেই গাজা উপত্যকাজুড়ে বিমান ও স্থল হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গাজার বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনীর পৃথক হামলায় ৫ শিশুসহ অন্তত ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষের তাঁবু লক্ষ্য করে চালানো হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। এছাড়া গাজা সিটির জাইতুন পাড়ায় আরেক হামলায় নিহত হয়েছেন ৪ জন। মধ্যাঞ্চলীয় বুরেজ ও নুসেইরাত এলাকায়ও ভয়াবহ বোমাবর্ষণ করেছে দখলদার ইসরাইল।
উত্তর গাজার জাবালিয়া এলাকায় ইসরাইলি গুলিতে হামসা হুসৌ নামের ১১ বছর বয়সী এক ফিলিস্তিনি কন্যাশিশু নিহত হয়েছে। তার চাচা খামিস হুসৌ গণমাধ্যমকে জানান, পরিবারের সবার চিৎকারে তার ঘুম ভাঙে এবং তিনি হামসাকে রক্তরঞ্জিত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১১ অক্টোবর থেকে শুরু হওয়া পরবর্তী দফার ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৪২৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১২০৬ জন আহত হয়েছেন।
খুলনা গেজেট/এনএম
