ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা এবং ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া করিনা মাচাদো তার এই সম্মাননা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেছেন। সোমবার (৫ জানুয়ারি) ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই ঘোষণা দেন।
মাচাদো জানান, ‘গত ১০ অক্টোবর, যেদিন নোবেল জয়ের ঘোষণা আসে, সেদিনই তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সরাসরি কথা বলেছিলেন। তিনি বলেন, ‘পুরস্কার ঘোষণার দিনই আমি ট্রাম্পের সাথে কথা বলেছি। আমি জেতার মুহূর্তেই এটি তাকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছিলাম।’
ভেনেজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বৈরাচারী শাসনের অবসানে মাচাদোর প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ নোবেল কমিটি তাকে এই সম্মান প্রদান করে। তবে তার মতে, ট্রাম্পই এই পুরস্কারের যোগ্য দাবিদার।
গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের মাধ্যমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করার ঘটনার প্রশংসা করে মাচাদো বলেন, ‘৩ জানুয়ারি ইতিহাসে সেই দিন হিসেবে লেখা থাকবে, যেদিন ন্যায়বিচার স্বৈরাচারকে পরাজিত করেছে। এটি একটি মাইলফলক। আমি মনে করি তিনি (ট্রাম্প) অক্টোবর মাসেই এই পুরস্কারের যোগ্য ছিলেন, আর এখন তো তা বিশ্বজুড়ে প্রমাণিত।’
সাক্ষাৎকারে মাচাদোকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি তার নোবেল মেডেলটি ট্রাম্পকে দেয়ার প্রস্তাব দিয়েছেন কিনা? জবাবে তিনি বলেন, ‘এখনও তেমনটি ঘটেনি। তবে আমি অবশ্যই এটি তাকে দিতে চাই এবং তার সাথে ভাগ করে নিতে চাই।’
সূত্র: আনাদোলু
খুলনা গেজেট/এএজে
