বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

পাকিস্তানে পুলিশের ওপর হামলা, নিহত ৪

আন্তর্জা‌তিক ডেস্ক

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে পৃথক দুটি বন্দুক হামলায় চার পুলিশ সদস্য নিহত হয়েছেন। রোববার (৪ জানুয়ারি) পুলিশ সূত্রের বরাতে জিও নিউজ জানিয়েছে, অজ্ঞাতনামা বন্দুকধারীরা এসব হামলা চালায়।

লাক্কি মারওয়াত জেলার সারাই নৌরাং শহরে মোটরসাইকেলে আসা ‘সন্ত্রাসীরা’ ট্রাফিক পুলিশের সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনজন পুলিশ।

নিহতরা হলেন— ট্রাফিক পুলিশ ইনচার্জ জলাল খান, কনস্টেবল আজিজুল্লাহ ও কনস্টেবল আবদুল্লাহ। হামলার পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

এ ঘটনায় এলাকাটিতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ এবং হামলার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত করছে তারা। এছাড়া বান্নু জেলার মানদান এলাকায় আরেকটি ঘটনায় অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় এক পুলিশ কনস্টেবল নিহত হন।

পুলিশ জানায়, কনস্টেবল রশিদ খান নিজ বাসা থেকে মানদান থানায় দায়িত্ব পালনের উদ্দেশে যাওয়ার পথে হামলার শিকার হন।

পাকিস্তানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর সন্ত্রাসী হামলা সম্প্রতি উদ্বেগজনকভাবে বেড়েছে। বিশেষ করে ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা গ্রহণের পর কেপি ও বেলুচিস্তান সীমান্তবর্তী এলাকায় এ ধরনের হামলা বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের ২৩ ডিসেম্বর কেপির কারাক জেলায় পুলিশের একটি ভ্যানে হামলায় পাঁচ পুলিশ সদস্য প্রাণ হারান। এর আগে গত বছরের ৩ ডিসেম্বর ডেরা ইসমাইল খান জেলার পানিয়ালা এলাকায় পুলিশের একটি গাড়িতে হামলায় এক সহকারী উপ-পরিদর্শকসহ তিন পুলিশ সদস্য নিহত হন।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (সিআরএসএস) বার্ষিক নিরাপত্তা প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে সন্ত্রাসী হামলার সবচেয়ে বড় ধাক্কা সামলাতে হয়েছে খাইবার পাখতুনখোয়াকে। ওই বছর প্রদেশটিতে সাধারণ নাগরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্তত ২ হাজার ৩৩১ জন নিহত হন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন