বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

২ দিনেও উদ্ধার হয়নি অপহ্নত পর্যটক, থানায় মামলা

দাকোপ প্রতিনিধি

খুলনার দাকোপে মুক্তিপনের দাবিতে রিসোর্ট মালিকসহ অপহ্নত পর্যটকরা ২ দিনে ও উদ্ধার হয়নি। এ ঘটনায় রিসোর্ট মালিকের পরিবার দাকোপ থানায় অপহরণ মামলা দায়ের করেছে।

ঢাকা থেকে দাকোপের সুন্দরবন দর্শনে আসা ২ পর্যটক এবং সংশ্লিষ্ট রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড় গত শুক্রবার দুপুর ১২ টার দিকে সুন্দরবনের কানুরখোলা খাল এলাকা হতে বনদস্যুদের হাতে অপহরন হয়। এ ঘটনায় রিসোর্ট মালিকের পরিবারের পক্ষ থেকে দাকোপ থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে দাকোপ থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানায়, অপহ্নতদের উদ্ধারে কোষ্টগার্ড নৌ পুলিশ এবং আমাদের পক্ষ থেকে সমন্বিত জোর অভিযান চলছে। অপহ্নত রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড়ের এক ভাই বাদী হয়ে দাকোপ থানায় অপহরন মামলা দায়ের করেছে যা দাকোপ থানার মামলা নং ০২।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন