বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

খুলনায় ট্রাকচাপায় কয়রার ব্যবসায়ির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

খুলনায় ট্রাকচাপায় বাবুল হোসাইন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জয়বাংলা মোড়স্থ বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী কয়রা উপজেলার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা ওজিয়ার মোল্লার ছেলে। তিনি কয়রা উপজেলার মোমিন মার্কেটের আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

দোকানের কর্মচারী সুজন জানান, তিনি খুলনা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় কয়রা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন বাবুল হোসাইন। মোটরসাইকেল যোগে খুলনার জয় বাংলা মোড়স্থ বাইপাস সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে। এ সময় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন