বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

রূপসায় র‌্যা‌বের সোর্স গু‌লি‌বিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

খুলনার রূপসায় ফারুখ নামে এক ব্যক্তিকে গুলি করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (২ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের রাজাপুর এলাকায় সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে।

গুলিবিদ্ধ ফারুখ র‌্যাবের সোর্স ছিল বলে জানা গেছে।

আইচগাতি ক্যাম্পের ইনচার্জ মো. ইব্রাহিম শেখ বলেন, রাত পৌনে ১১টার দিকে রাজাপুর এলাকায় সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। গুলির শব্দে এলাকাবাসী রাস্তায় বের হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। রাস্তার ওপর থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর জেনে ঘটনাস্থলে যাওয়ার পর কেউ কোনো তথ্য দিয়ে সহযোগিতা করছেনা।

এলাকাবাসীর বরাত দিয়ে তিনি আরও জানান, আহত ব্যক্তি র‌্যাবের সোর্স হিসেবে কাজ করত। তবে কে বা কেন তাকে গুলি করেছে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন