বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

ঢাকাকে উড়িয়ে দুইয়ে উঠে এলো চট্টগ্রাম রয়্যালস

ক্রীড়া প্রতি‌বেদক

তানভীর ইসলাম, শরিফুল ইসলামদের বোলিং তোপে বড় সংগ্রহ পায়নি ঢাকা ক্যাপিটালস। লোয়ার অর্ডারে মোহাম্মদ সাইফউদ্দিনের ব্যাটে চড়ে কোনোমতে একশ রান পার করেছিল তারা। রান তাড়ায় অবশ্য ঢাকাকে পাত্তাই দিলো না চট্টগ্রাম রয়্যালস। দাপুটে জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এল বন্দর নগরীর দলটি।

শুক্রবার (২ জানুয়ারি) বিপিএলের ১২তম আসরের নবম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম রয়্যালস। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১২২ রান করে ঢাকা ক্যাপিটালস। জবাবে ৪৪ বল ও ১০ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত হয় চট্টগ্রামের।

এই জয়ে তিন ম্যাচে সিলেট টাইটান্সের সমান ৪ পয়েন্ট নিয়ে নেট রানরেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের ৪ নম্বর থেকে দুইয়ে উঠলো চট্টগ্রাম। চার ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রাজশাহী ওয়ারিয়র্স। অন্যদিকে ৩ ম্যাচে দুই ম্যাচে হেরে ২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে নেমে গেল ঢাকা ক্যাপিটালস।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১২৩ রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে চট্টগ্রামের দুই ওপেনার অ্যাডাম রশিংটন ও মোহাম্মদ নাঈম শেখ শুরুতে একটু দেখে-শুনেই খেলতে থাকেন। এরপর সময়ের সাথে সাথে আগ্রাসী হতে থাকেন তারা। দুজনের অপ্রতিরোধ্য জুটিতে জয় নিশ্চিত হয়ে যায় চট্টগ্রামের। ব্যাট হাতে দুজনই পেয়েছেন ফিফটির দেখা। মাত্র ৩৬ বলে নয়টি চার ও দুটি ছয়ের সাহায্যে ৬০ রান করে অপরাজিত থাকেন ইংলিশ উইকেটকিপার ব্যাটার রশিংটন। আর ৪০ বলে সাতটি চার ও একটি ছয়ে ৫৬ রান করে অপরাজিত থাকেন নাঈম।

এর আগে, টস হেরে আগে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৬৬ রানেই ৬ উইকেট হারিয়ে খাদের কিনারায় পড়ে গিয়েছিল ঢাকা ক্যাপিটালস। তবে শেষদিকে সাইউদ্দিনের ব্যাটে চড়ে ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২২ রান তুলে ঢাকা ক্যাপিটালস। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলেন সাইফউদ্দিন। তার ২৫ বলের ইনিংসে ছিল ৪ বাউন্ডারি। এদিকে ১৫ বলে ২১ রান আসে উসমান খানের ব্যাট থেকে। নাসির হোসেনের ২০ বলে ১৭ রান ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌছাতে পারেননি।

চট্টগ্রামের সবচেয়ে সফল বোলার তানভীর ইসলাম। ৪ ওভার বল করে মাত্র ৮ রানের খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট নেন তিনি। আর ১৮ রানের খরচায় তিনটি উইকেট নিয়েছেন শরিফুল ইসলামও। এছাড়া শেখ মেহেদী হাসান দুটি ও আমির জামাল একটি করে উইকেট নেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন