ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে দূষিত পানি পান করে মৃত্যু ও অসুস্থ হওয়ার সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইন্দোরের ভাগীরথপুরা এলাকায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কমপক্ষে ২০০ জন।
দূষিত পানি পান করে যারা মারা গেছেন, তাদের প্রত্যেক্যের পরিবারকে দুই লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। পাশাপাশি দায়িত্বে অবহেলার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ইন্দোরের প্রশাসন।
চেনাব জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে ভারতকে সতর্ক করল পাকিস্তানচেনাব জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে ভারতকে সতর্ক করল পাকিস্তান ইন্দোরের ভাগীরথপুরা এলাকায় পানির পাইপলাইনে ছিদ্র ধরা পড়েছে। ওই জায়গায় একটি শৌচাগার নির্মাণ করা হয়েছিল। এই ছিদ্র দিয়েই দূষিত পানি পাইপলাইনে প্রবেশ করেছে বলে আশঙ্কা করা হচ্ছে। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েক দিন ধরেই পানিতে দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। তাদের অভিযোগ, বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ওই দূষিত পানি পান করেই ডায়রিয়াসহ একাধিক রোগে আক্রান্ত হয়েছেন এলাকার বাসিন্দারা। পুরো ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে
