খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সিনিয়র কর্মকর্তাদের সমন্বয়ে সভা মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় পরিষদের সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলীর সভাপতিত্বে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
সভা পরিচালনা করেন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিয়ার রহমান। শুরুতে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশসহ কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতি আব্দুল কুদ্দুস মরহুমের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অতিরিক্ত রেজিস্ট্রার টিপু সুলতান, চীফ মেডিকেল অফিসার ডাঃ কানিজ ফাহমিদা, উপ-রেজিস্ট্রার মোহা. আলী আকবর, পরীক্ষা নিয়ন্ত্রক শেখ শারাফাত আলী, উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ, উপ রেজিস্টার আব্দুর রহমান, ভারপ্রাপ্ত পরিচালক (অর্থ ও হিসাব) আবু সালেহ মো. পারভেজ, প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার সঞ্জয় সাহা, পরিচালক (লিগ্যাল সেল) এস. এম. শাকিল রহমান, উপ-পরিচালক মো. জাবেদ এলাহী, উপ-রেজিস্ট্রার দিপক চন্দ্র মন্ডল, উপ রেজিস্টার হাওলাদার আলমগীর হাদী, উপ-রেজিস্টার মো. শহিদুল আলম হাওলাদার, উপ-পরিচালক (জ:প্র:) এস. এম. আব্দুল্লাহ শাহানূর কবির অয়ন, উপ-রেজিস্ট্রার মো. তারিকুজ্জামান লিপন, উপ-রেজিস্টার আব্দুল্লাহ আল মামুন, উপ-রেজিস্ট্রার লাভলী খাতুন, ট্রেজারারের সচিব এস. আতিকুর রহমান, উপ-উপাচার্যের সচিব মো. সফিকুল ইসলাম, সহকারী রেজিস্ট্রার মো. মোজাম্মেল হক, সহকারী রেজিস্ট্রার মো. শামীম আলম, সহকারী রেজিস্ট্রার মো. মোস্তফা আল মামুন প্রবাল, সহকারী রেজিস্ট্রার মো. আশিক সিদ্দিকী, সহকারী রেজিস্ট্রার এ কে এম আলমগীর হাবিব সাগর, সহকারী রেজিস্ট্রার মো. ফেরদৌস, সহকারী রেজিস্ট্রার মো. আজমুল হুদা আজাদ, সহকারী রেজিস্ট্রার মো. রবিউল ইসলাম, সহকারী রেজিস্ট্রার আব্দুর রব ও সেকশন অফিসার মো. জসীম উদ্দিন আহমেদ প্রমুখ।
