বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সোমবার (২৯ ডিসেম্বর) দিনের দ্বিতীয় ম্যাচে রিপন মণ্ডলের বিধ্বংসী বোলিংয়ে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়েছে নোয়াখালী এক্সপ্রেস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করেছে হায়দার আলীর দল। জয়ের জন্য রাজশাহীর প্রয়োজন ১২৫ রান।
এদিন নিয়মিত অধিনায়ক সৈকত আলীকে ছাড়াই মাঠে নামে নোয়াখালী এক্সপ্রেস। টস জিতে নোয়াখালীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রাজশাহীর অধিনায়ক। ব্যাটিং করতে নেমে শুরু থেকেই রাজশাহীর বোলারদের তোপের মুখে পড়ে নোয়াখালী। বিশেষ করে তরুণ পেসার রিপন মণ্ডল ছিলেন অপ্রতিরোধ্য। তিনি নিজের কোটার ৪ ওভারে মাত্র ১৩ রান খরচ করে তুলে নেন গুরুত্বপূর্ণ ৪টি উইকেট। এছাড়া তানজিম হাসান সাকিব ২টি এবং হুসাইন তালাত ও বিনুরা ফার্নান্দো ১টি করে উইকেট শিকার করেন।
ওপেনিংয়ে ১৮ রানের জুটি গড়েন হাবিবুর রহমান সোহান ও মাজ সাদাকাত। তবে ৫ রান করে সোহান বিদায় নেওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। পাওয়ার-প্লেতে ২ উইকেট হারিয়ে ৪২ রান তোলা নোয়াখালী পরবর্তীতে বড় কোনো জুটি গড়তে পারেনি। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রানের ইনিংস খেলেন ভারপ্রাপ্ত অধিনায়ক হায়দার আলী। এছাড়া মাহিদুল ইসলাম অঙ্কন ২৭ বলে ২২ রান এবং ওপেনার মাজ সাদাকাত ২৫ রান করেন। শেষ দিকে মেহেদী হাসান রানার অপরাজিত ১১ রানের ওপর ভর করে ১২৪ রান পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয় নোয়াখালী।
রাজশাহীর হয়ে মাত্র ১৩ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন রিপন মণ্ডল। ২ উইকেট নেন তানজিম হাসান সাকিব। ১টি করে উইকেট তুলেছেন হুসাইন তালাত এবং বিনুরা ফার্নান্দো।
খুলনা গেজেট/এএজে
