আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমূখর পরিবেশে খুলনার ছয়টি সংসদীয় আসনে ৪৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বিকাল ৫টা পর্যন্ত খুলনা জেলা প্রশাসকের কার্যালয় এবং আঞ্চলিক নির্বাচন অফিসে রিটার্নিং অফিসারদের কাছে এসব মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
এরমধ্যে খুলনা-১ আসনে ১৩ জন, খুলনা-২ আসনে ৪ জন, খুলনা-৩ আসনে ১২ জন, খুলনা-৪ আসনে ৫ জন, খুলনা-৫ আসনে ৬ জন, খুলনা-৬ আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিকে, ছয়টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিল ৫৪ জন প্রার্থী। ৯ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেননি।
খুলনা গেজেট/এমএম
