নগরীতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে দুই যুবক গুরুতর আহত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর লবণচরা থানাধীন আশিবিঘা ঢালাই রোডে ঘটনাটি ঘটে। বর্তমানে তারা দুইজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত দুই যুবক হলেন- মো. রনি এবং সজিব।
স্থানীয়রা জানায়, লবণচরা থানাধীন আশিবিঘা ঢালাই রোডে ওই দুই যুবকের ওপর ৮-১০ জনের সশস্ত্র দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। হামলায় রনির কপালের মাঝখানে, বাম ও ডান হাতে বাহুতে জখম হয়। দুর্বৃত্তরা তার বন্ধু সজিবকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়। স্থানীয়রা তাদের চিৎকার শুনে এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরবর্তীতে তাদের দুইজনকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
লবণচরা থানার ওসি তদন্ত মো. ইউসুফ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় আহতের পরিবার থেকে থানায় এখনও পর্যন্ত কোন অভিযোগ করেনি।
খুলনা গেজেট/এএজে
